মানসিক সমস্যায় দেশে সবচেয়ে বেশি আক্রান্ত শিক্ষার্থীরা: গবেষণা

প্রিভ্যালেন্স অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস অব দ্য সিম্পটমস অব ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস ডিউরিং দ্য কোভিড-১৯ প্যান্ডেমিক ইন বাংলাদেশ: আ সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা-অ্যানালাইসিস

বাংলাদেশের ৪৭% মানুষই কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে মানসিক সমস্যায় ভুগছে বলে জানা গেছে সাম্প্রতিক একটি গবেষণা থেকে! এর মধ্যে সবচেয়ে উপরের দিকে আছে শিক্ষার্থীরা। এমনটাই জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণস্বাস্থ্য ও তথ্যবিদ্যা বিভাগের (পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্ট) ৩ শিক্ষার্থীর করা গবেষণাপত্র ‘প্রিভ্যালেন্স অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস অব দ্য সিম্পটমস অব ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস ডিউরিং দ্য কোভিড-১৯ প্যান্ডেমিক ইন বাংলাদেশ: আ সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা-অ্যানালাইসিস’ থেকে।

এই গবেষণাপত্রে যুক্ত ছিলেন ইসমাঈল হোসেন, ফিরোজ আল মামুন ও মোহাম্মাদ মামুন। তিনজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬ আবর্তনের শিক্ষার্থী। এই তিন তরুণ গবেষক ‘চিন্তা রিসার্চ বাংলাদেশ’ নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের সদস্য। গবেষণাপত্রটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেসের ‘গ্লোবাল মেন্টাল হেলথ’ নামক জার্নালে প্রকাশিত হয়।

আরো পড়ুন: বাংলাদেশের চিকিৎসক তাসনিম জারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা

এ গবেষণাপত্রটি থেকে বোঝা যাচ্ছে, আমাদের দেশের লোকজনের মানসিক স্বাস্থ্য নিয়ে আরো বেশি করে ভাবা উচিৎ। এক্ষেত্রে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানসিক স্বাস্থ্যের প্রতি। এই গুরুত্বের অভাবেই প্রায়শই শিক্ষার্থীদের আত্মহত্যার মত ঘটনা দেখতে পাওয়া যায়। যা সকলের জন্যই দুঃখজনক। এ বিষয়ে কাজ করছে শিক্ষা ওয়েব সোশ্যাল

Md. Ashraful Alam Shemul
Md. Ashraful Alam Shemulhttps://www.STechBD.Net
শিমুল একজন প্রযুক্তিপ্রেমী ❤️ তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্ম নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন।

সাম্প্রতিক লেখা

সম্পর্কিত লেখা