ফেসবুক ইনকর্পোরেটেড এখন মেটা!

ফেসবুকের ব্যবসায়িক নাম পরিবর্তন

ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইন্সটাগ্রামের মূল প্রতিষ্ঠান এতদিন ফেসবুক ইনকর্পোরেটেড থাকলেও এখন থেকে মেটা ইনকর্পোরেটেড নামেই ব্যবসা চালাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ফলে ব্যবসায়িক জগতে ফেসবুক নামটি মুছে যাবে এবং তার বদলে প্রতিস্থাপিত হবে মেটা নামটি। দীর্ঘদিন ধরে এ নিয়ে নানান জল্পনা শেষে ঘোষণাটি ২৮ অক্টোবর জনসম্মুখে আনে মেটা কর্তৃপক্ষ।

কেন মেটা?

প্রসঙ্গতই মাথায় আসে, এই নামটি কেন। মূলত দ্বিমাত্রিক স্ক্রিনের জগত থেকে ত্রিমাত্রিক জগত এবং ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটির দিকে যাচ্ছে। সে লক্ষ্যেই ফেসবুক মেটাভার্স তৈরি করতে যাচ্ছে। সেজন্যই এই মেটাভার্স থেকে মেটা নামটি বেছে নিয়েছে।

আরো পড়ুন: গুজব: ফেসবুকের নাম বদলে মেটা

মেটা কি?

মেটা‘ শব্দটি এসেছে গ্রীক শব্দ থেকে, যার অর্থ ‘গণ্ডির বাইরে‘। মূলত সাধারণ সামাজিক মাধ্যমের গণ্ডি থেকে বের হয়ে নতুন কিছু করছে বলেই এমন নামটি নিয়েছে ফেসবুক।

টুইটারে মেটার ঘোষণা

Md. Ashraful Alam Shemul
Md. Ashraful Alam Shemulhttps://www.STechBD.Net
শিমুল একজন প্রযুক্তিপ্রেমী ❤️ তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্ম নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন।

সাম্প্রতিক লেখা

সম্পর্কিত লেখা