ডা. তাসনিম জারার পরিচয়
চিকিৎসক তাসনিম জারা তার এমবিবিএস সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি এভিডেন্স-বেজড মেডিসিনে এমএস ডিগ্রি লাভের জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে পড়াশোনা চলাকালীন সময়ে তিনি চিকিৎসক হিসেবে যোগদান করে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (ন্যশনাল হেলথ সার্ভিস, ইউকে – এনএইচএস)-তে।
ডা. তাসনিম জারা যে কারণে জনপ্রিয়
এর বাইরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা করে থাকেন ভিডিও তৈরির মাধ্যমে। ফেসবুকে তাকে প্রায় ২৮ লক্ষ মানুষ ফলো করে এবং ইউটিউবে তাকে প্রায় ১৫ লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছে। এভাবেই তিনি সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ক নানান উপদেশ দিয়ে যাচ্ছেন।
শিক্ষা ওয়েব বিজ্ঞান ক্লাব (Shikkha Web Science Club) হল শিক্ষা ওয়েবের বিজ্ঞান বিষয়ক একটি বিশেষায়িত ক্লাব। বিজ্ঞান বিষয়ক লেখা, সংবাদ, ইনফোগ্রাফ, ভিডিও, তথ্য যাচাই-সহ নানান বিজ্ঞান বিষয়ক কনটেন্টের সমাহার এই ওয়েবসাইট।
© 2017-22 Shikkha Web. All rights reserved,