গুজব: ফেসবুকের নাম বদলে মেটা

ফেসবুকের ব্যবসায়িক নাম পরিবর্তন

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ও ভুল ধারণা ছড়াচ্ছে যে ফেসবুকের নাম বদলে মেটা হবে, ব্যাপারটা সম্পূর্ণ ভুল। মূলত ফেসবুক ইনকর্পোরেটেড-এর নাম বদলে গিয়েছে।

ফেসবুক বনাম ফেসবুক ইনকর্পোরেটেড

ফেসবুক একটি ইন্টারনেটভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান। অন্যদিকে ফেসবুক ইনকর্পোরেটেড হল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফেসবুক সেবাটি এবং এর সাথে হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রামসহ আরো অন্যান্য প্রতিষ্ঠান আগে ফেসবুক ইনকর্পোরেটেড কোম্পানির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করত। এটা ব্যবসায়িক জায়গাকে সংকুচিত করে, সকল সেবাকে প্রতিনিধিত্ব করে না বলে নতুন নাম মেটা ইনকর্পোরেটেড দেয়া হয়েছে। মূলত দ্বিমাত্রিক স্ক্রিনের জগত থেকে ত্রিমাত্রিক জগত এবং ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটির দিকে যাচ্ছে। সে লক্ষ্যেই ফেসবুক মেটাভার্স তৈরি করতে যাচ্ছে। সেজন্যই এই মেটাভার্স থেকে মেটা নামটি বেছে নিয়েছে।



আরো পড়ুন: ফেসবুক ইনকর্পোরেটেড এখন মেটা!

সুতরাং যে ফেসবুক ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করি, তাতে কোন পরিবর্তন আসবে না। শুধুমাত্র ফেসবুক ইনকর্পোরেটেড নাম বদলাচ্ছে।

Date of publish:
2021-10-21
Review url:
https://scienceclub.shikkhaweb.com/fake-facebook-renamed-to-meta/
Review by:
Md. Ashraful Alam Shemul

Claim reviewed:

ফেসবুকের শুধু ব্যবসায়িক নাম বদলেছে। ফেসবুক ওয়েবসাইটের নাম বদলায় নি।

Rating: 1
(best score: 6),
“False”.

আরো পড়ুন: প্রোগ্রামিংয়ের আদ্যোপান্ত

টুইটারে মেটার ঘোষণা



Md. Ashraful Alam Shemul
Md. Ashraful Alam Shemulhttps://www.STechBD.Net
শিমুল একজন প্রযুক্তিপ্রেমী ❤️ তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্ম নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন।

সাম্প্রতিক লেখা

সম্পর্কিত লেখা