জেমিনিড উল্কাবৃষ্টি: ২০১৯’র সেরা উল্কাবৃষ্টি

১ দিন পর জেমিনিড উল্কাবৃষ্টি!

আর মাত্র একদিন পর, অর্থাৎ ১৪ই ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে বাংলাদেশ থেকে দেখা যাবে জেমিনিড উল্কাপাত তথা উল্কাবৃষ্টি! জেমিনিড উল্কাবৃষ্টিকে বছরের সেরা উল্কাবৃষ্টি বলা হয়ে থাকে। এটি প্রচন্ড দ্রুত গতিতে এগিয়ে আসার কারণে যথেষ্ট উজ্জ্বল দেখাবে। এর গড় গতিবেগ ধারণা করা হচ্ছে ২০,০০০ মিটার/সেকেন্ড

এসময় প্রতি ঘন্টায় উল্কাপাত দেখা যাবে বলে আশা করা যায়। যদিও চাঁদের আলোয় জন্য এতগুলো উল্কাপাত সঠিকভাবে দেখা সম্ভব হবে না। তবুও মহাকাশপ্রেমীদের জন্য একটা ভালো সুযোগ অপেক্ষা করছে, বলাই যায়। সবাই প্রস্তুত তো? ?

Md. Ashraful Alam Shemulhttps://www.STechBD.Net
শিমুল একজন প্রযুক্তিপ্রেমী ❤️ তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্ম নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন।

সাম্প্রতিক লেখা

সম্পর্কিত লেখা