পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মানাবে ও হেসেলমান এবং পারিসি

নোবেল পুরস্কার ২০২১

২০২১ সালের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্যুকুরো মানাবে ও জার্মান বিজ্ঞানী ক্লাউস হেসেলমান এবং ভিন্ন আরেকটি গবেষণার জন্য ইতালির বিজ্ঞানী জর্জিও পারিসি

স্যুকুরো মানাবে ও ক্লাউস হেসেলমান ‘পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য‘ নোবেল পুরস্কার ২০২১ পেয়েছেন। তাদেরকে পুরস্কারের অর্ধেক অংশ দেয়া হবে। অন্যদিকে জর্জিও পারিসি ‘পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে, তা আবিষ্কারের জন্য‘ নোবেল পুরস্কার ২০২১ পেয়েছেন। তাকে পুরস্কারের বাকি অর্ধেক দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্যুকুরো মানাবে, জার্মান বিজ্ঞানী ক্লাউস হেসেলমান ও ইতালির বিজ্ঞানী জর্জিও পারিসি

বিস্তারিত শীঘ্রই আসছে …..

Md. Ashraful Alam Shemul
Md. Ashraful Alam Shemulhttps://www.STechBD.Net
শিমুল একজন প্রযুক্তিপ্রেমী ❤️ তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্ম নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন।

সাম্প্রতিক লেখা

সম্পর্কিত লেখা