চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জুলিয়াস ও পাটাপুটান

নোবেল পুরস্কার ২০২১

২০২১ সালের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আরডাম পাটাপুটান। এবছর তাদেরকে ‘তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য‘ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার ২০২১ দেওয়া হয়েছে। তাদের দুইজনের প্রত্যেককে পুরস্কারের মূল্যের অর্ধেক করে দেয়া হবে।

নোবেল পুরস্কার ২০২১ বিজয়ী যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আরডাম পাটাপুটান

বিস্তারিত শীঘ্রই আসছে …..

Md. Ashraful Alam Shemulhttps://www.STechBD.Net
শিমুল একজন প্রযুক্তিপ্রেমী ❤️ তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্ম নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন।

সাম্প্রতিক লেখা

সম্পর্কিত লেখা