আগামীকালের (২১শে জুন) আংশিক সূর্যগ্রহণের সময়সূচি

আগামীকাল (জুন ২১, ২০২০) বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আকাশ যদি মেঘমুক্ত থাকে, তাহলে দেশের সকল জায়গা থেকেই এ সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও উত্তর ভারত, দক্ষিণ পাকিস্তান, চীন, তাইওয়ান এবং মধ্য আফ্রিকা থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে।

সময়সূচি

সূর্যগ্রহণ শুরু: দুপুর ১১ টা ২৩ মিনিটে
সর্বোচ্চ পর্যায়: দুপুর ১ টা ১২ মিনিটে
সূর্যগ্রহণ শেষ: দুপুর ২ টা ৫২ মিনিটে

সতর্কতা

প্রতিবারের মতই খালি চোখে সূর্যগ্রহণ দেখা থেকে বিরত থাকবেন। কেননা এ সময়ে অতিবেগুনি রশ্মি ও অবলোহিত রশ্মির আধিক্য থাকে। যা চোখের ক্ষতি করতে পারে। সানগ্লাস, নেগেটিভ, ক্যাসেটের ফিতা এসব রশ্মিকে আটকাতে সক্ষম নয়।

Md. Ashraful Alam Shemul
Md. Ashraful Alam Shemulhttps://www.STechBD.Net
শিমুল একজন প্রযুক্তিপ্রেমী ❤️ তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্ম নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন।

সাম্প্রতিক লেখা

সম্পর্কিত লেখা